বিশ্ব সংবাদমাধ্যমে সাঈদীর রায়


প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আপিল বিভাগ।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে সাঈদীর আপিলের রায়। ব্রিটেনভিত্তিক ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) সর্বশেষ সংবাদে গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে সংবাদটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত দেশটির ইসলামপন্থী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির (এবিসি নিউজ) প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শীর্ষ আদালত দেশটির সিনিয়র ইসলামপন্থী নেতা সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আজীবন কারাদণ্ড দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত বুধবার দেশটির শীর্ষ ইসলামপন্থী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।

এছাড়া, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইনে, ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের অনলাইনে, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের অনলাইন ও লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।

প্রসঙ্গত, আপিলের রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ১০ নম্বর অভিযোগে আমৃত্যু জেল, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে যাবজ্জীবন, ৭ নম্বরে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৮ নম্বরে ১২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৬, ১১ ও ১৪ নম্বর অভিযোগে খালাস দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।