সাংবাদিক মিলনকে স্মরণ করলো ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৮ জুন ২০১৫

বাংলাদেশের প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, চ্যানেল আই`র জেলা প্রতিনিধি মনজুরুল আলম, প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহ্জাদা, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে জাতি এক প্রজ্ঞাবান সাংবাদিক হারিয়েছে। তার মৃত্যুতে গোটা সাংবাদিক সমাজে যে ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পরে সাংবাদিক হাবিবুর রহমান মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, আরটিভির জেলা প্রতিনিধি মো. আজিজুর রহমান পায়েল, জাগোনিউজ২৪.কম এর জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, চ্যানেল টোয়েন্টিফোর এর চিত্রগ্রাহক প্রকাশ লাল দাস প্রমুখ।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।