দুরন্ত টিভির লোগো উন্মোচন বৃহস্পতিবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, ০৪ অক্টোবর ২০১৭

যাত্রা শুরু করছে দেশের প্রথম শিশুভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুরন্ত টিভির লোগো উন্মোচন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিজ্ঞাপন

আয়োজক সূত্র জানিয়েছে, শিশুদের জন্য দেশীয় সংস্কৃতিতে তৈরি করা বিনোদন উপহার দিতেই ‘দুরন্ত’ টিভির যাত্রা। শিশুবান্ধব সুস্থ বিনোদনের জন্য ‘দুরন্ত’ ভূমিকা রাখবে।

এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।