বিএফইউজে ও ডিইউজের অনশন কর্মসূচি বুধবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড গঠন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ দাবিতে বুধবার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে সকাল ১০টায় শুরু হয়ে এ অনশন কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে সাংবাদিক নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। ডিইউজের দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিইউজের সদস্যসহ রাজধানীর বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং সংবাদকর্মীদের অনশন কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

এমইউ/ওআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।