বন্যার্তদের জন্য আরডিজেএর ত্রাণ সহায়তা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৭ আগস্ট ২০১৭

বন্যার্তদের সহযোগিতার জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে একটি ত্রাণ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

আরডিজেএ সভাপতি কেরামত উল্লাহ বিপ্লবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গাউসুল আযমে বিপুর পরিচালনায় ত্রাণ সহায়তা কমিটির আহ্বায়ক অমীয় ঘটক পুলক, সদস্য সচিব মিজানুর রহমানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

ত্রাণ সহায়তার জন্য হেল্প লাইনও খোলা হয়েছে। ০১৭৬৮৯২৯৪৯২ (পুলক), ০১৯১২৯৯৭০৮৫ (মিজান) এই নম্বরে যোগাযোগ করে ত্রাণ সহায়তাসহ বিস্তারিত তথ্য জানা যাবে।

এমএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।