নাটোরে সাংবাদিকের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা


প্রকাশিত: ১০:০০ এএম, ০৫ জুলাই ২০১৭

নাটোরে যমুনা টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হাসানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করা হয়েছে। গত ৩ জুলাই নাটোর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আকবর বাদী হয়ে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলায় বলা হয়, আসামি প্যানেল চেয়ারম্যান থাকাকালীন জনপ্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। আসামি অবৈধভাবে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাদীর কাছে অর্থ দাবি করে। এরই জেরে আসামি থানার জনগণের কাছে হেয়প্রতিপন্ন করতে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তার সামাজিক সুনাম ক্ষুণ্ন করে। এজন্য তার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আদালত শুনানি শেষে নাটোর থানা পুলিশের ওসিকে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ জুন সাংবাদিক নাজমুল হাসানের বাবা ও বোন হাসান আলীর কাছে জমি বিক্রি করেন। জমি ক্রয়-বিক্রয়ের পর জেলা পরিষদের সদস্য আলী আকবর হাসান আলীর কাছ থেকে দলীয় ছেলেদের খরচাপাতির কথা বলে ভয়ভীতি দেখিয়ে ১৭ হাজার টাকা নেয়। বিষয়টি জানার পরে নাজমুল হাসান টাকা নেয়ার ঘটনাটি তুলে ধরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে বুধবার বেলা ১১টা ৫৪ মিনিটে ফেসবুকে দেয়া পোস্ট নিয়ে সাংবাদিক নাজমুল হাসান ও জেলা পরিষদ সদস্য আলী আকবরের মধ্যে মোবাইলে কথা হয়।

এসময় আলী আকবর ০১৭১৩৮১৪০৫৪ নম্বর থেকে সাংবাদিক নাজমুল হাসানকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, ‘তুই কত বড় সাংবাদিক হয়েছিস, আমি দেখে নেব। কানাইখালী আসলে তোকে মারপিট করা হবে।’

এছাড়া ওই সাংবাদিককে মামলা দিয়ে ফাঁসানোরও হুমকি দেন আলী আকবর। এ ঘটনায় নাজমুল হাসান ২২ জুন দুপুরে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রেজাউল করিম রেজা/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।