ডিএসইসির ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৭ জুন ২০১৭

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে এ ইফতার মাহফিল হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিএসইসির পাঁচ শতাধিক সদস্য।

ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও দ্য অ্যাপারেল নিউজের সম্পাদক অমিত কে বিশ্বাস।
 
2017Mayডিএসইসির সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, কুদ্দুস আফ্রাদ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ, কায়কোবাদ মিলন, আল মামুন, নাছিমা আক্তার সোমা, ডিইউজের সাংগঠনিক সম্পাদক ও ডিএসইসির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক প্রমুখ।

2017Mayঅনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিএফইউজের অপর অংশের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, ডিইউজের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান বাবু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিএসইসির কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন ডিএসইসির সহ-সভাপতি সাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইসির যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জহিরুল ইসলাম, দফতর সম্পাদক খন্দকার হাফিজুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম সেতু, তাহমিনা আক্তার, ইসমত জেরিন স্মিতা, দীপক ভৌমিক, শামীম মাশরেকী, ইব্রাহীম খলিল জুয়েল, আলম শামস, নির্মল কুমার বর্মন, বাবলু রহমানসহ ডিএসইসির পাঁচ শতাধিক সদস্য। ইফতারের আগে বিশেষ মোনাজাত করা হয়।

জেডএ

      

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।