ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকদের পাওনা ঈদের আগে পরিশোধের দাবি


প্রকাশিত: ০২:২৫ পিএম, ১০ জুন ২০১৭

ঈদের আগেই ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া পাওনা বুঝিয়ে দেয়ার দাবি জানিয়েছে ইনকিলাব সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, ২৬ মাসের বকেয়া বেতনসহ সব পাওনা ঈদের আগেই দিতে হবে, তা না হলে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া পাওনা আদায়ের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতারা।

চাকরিচ্যুত সাংবাদিক শামীম খানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি  শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ সেবিকা রানী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম সম্পাদক পুলক ঘটক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক নেতা আজমল হক হেলালসহ ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকরা।

এএস/জেএইচ/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।