ইনকিলাবে বিনা নোটিশে ৬০ জনকে ছাঁটাই


প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৪ মে ২০১৭

দৈনিক ইনকিলাবের সাংবাদিক, কর্মকতা-কর্মচারীসহ প্রায় ৬০ জনকে বিনা নোটিশে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। এছাড়া পত্রিকাটিতে যারা কর্মরত আছেন তাদের ওয়েজবোর্ডের পরিবর্তে নির্ধারিত বেতনে চাকরিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘২১ জন সাংবাদিকসহ বিভিন্ন সেকশন থেকে প্রায় ৬০ জনকে ছাঁটাই করা হয়েছে। সংবাদকর্মীদের অনৈতিক প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবটা এমন, কেউ যদি হিসেব-নিকেশ করে ১০০ টাকা পায় তবে তাকে ৩০ টাকা দেয়া হবে। ৭০ টাকা দেয়া হবে না। এ জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত দিতে হবে আমরা সমস্ত পাওনা বুঝে পেলাম। এই প্রস্তাব যারা মানেনি তাদের গণছাঁটাই করা হবে।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আমাদের ২৬ মাসের বকেয়া বাকি আছে। কর্তৃপক্ষ জানিয়েছে ইনকিলাবে যাদের রাখা হবে ওয়েজবোর্ড বাতিল করে নির্ধারিত বেতনে চাকরি করতে হবে। এই শর্তে যারা থাকবেন তাদের রাখা হবে।’

এদিকে ইনকিলাবে গণচাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত কয়েকদিনে দৈনিক ইনকিলাবের ২১ জন সাংবাদিককে বিনা নোটিশে ছাঁটাই এবং আরও বহু সাংবাদিককে ওয়েজবোর্ডের পরিবর্তে নির্ধারিত বেতনে চাকরিতে বাধ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, দৈনিক ইনকিলাব দেশের ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক। দেশের বিভিন্ন ক্রান্তিকালে পত্রিকাটি গণতন্ত্র, মৌলিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও মেহনতি মানুষের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করে প্রশংসিত হয়েছে। সেই পত্রিকায় নির্বিচারে ও গণহারে সাংবাদিকদের চাকরিচ্যুতি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের প্রচলিত আইনে যেকোনো গণমাধ্যমের কর্মীকে ছাঁটাই করার সুযোগ রয়েছে। কিন্তু সেটা করতে হবে পূর্বনোটিশ দিয়ে এবং সর্বশেষ ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, দৈনিক ইনকিলাব প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান এমনকি ন্যূনতম মানবিক বিবেচনাবোধের তোয়াক্কা না করে গণছাঁটাই করে চলেছে। কোনো দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছে এমন আচরণ অগ্রহণযোগ্য।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে দৈনিক ইনকিলাবে গণচাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার, সাংবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধ ও কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

ওআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।