রেডিও পদ্মা প্রকাশ করলো নিজস্ব অ্যাপস


প্রকাশিত: ০৪:১১ পিএম, ০২ মে ২০১৫

প্রযুক্তি নির্ভর মানুষ এখন ইন্টারনেটের ওপর নির্ভরশীল। আর মোবাইল ফোন হচ্ছে প্রতিনিয়তই তথ্য পাবার অন্যতম মাধ্যম। তাই মানুষ যেন সহজেই ইন্টারনেট ব্যবহার বা নিজের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারে, তাই মোবাইল কোম্পানিগুলোও তৈরি করেই চলেছে স্মার্টফোন। আর এই সকল স্মার্টফোনে নিজেদের তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপস) তৈরি করছ।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রথম কমিউনিটি বেতার `রেডিও পদ্মা ৯৯.২ এফএম` তাদের নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে।

অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোন ব্যবহারকারীর জন্য। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্ত থেকে রেডিও পদ্মার সকল আয়োজন সরাসরি শোনা যাবে।

অ্যাপ্লিকেশন সম্পর্কে রেডিও পদ্মার টেকনিক্যাল টিম জানায়, পরীক্ষামূলকভাবে অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে এর মান উন্নয়নের কাজ চলছে। খুব তাড়াতাড়ি আইফোন ইউজারদের জন্যও এমনই একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করা হবে।  

শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।