যশোরে সাংবাদিকদের ৯ম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১২ মার্চ ২০১৭

অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা ও ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে রোববার অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফউজে) সহ-সভাপতি মনোতোষ বসু, কবি ফখরে আলম, জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন ও রিমন খান প্রমুখ।  

অবস্থান কর্মসূচি ও সমাবেশ থেকে অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

মিলন রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।