বজলুর রহমান স্মৃতিপদক পেলেন মিজান মালিক
যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি-সিক্সটি ডিগ্রি ও ক্রাইম সিনের এডিটর মিজান মালিক মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য ‘বজলুর রহমান স্মৃতিপদক’ পেয়েছেন। বুধবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
মুক্তিযুদ্ধ জাদুঘর ২০০৮ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে। আসল আর নকল মুক্তিযোদ্ধাদের নিয়ে ২০১৪ সালের ১৩ জুন যমুনা টিভির ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রিতে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন ‘যোদ্ধা ১৯৭১’ এর জন্য তিনি এ পুরস্কার পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মিজান মালিক এর আগেও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য একাধিক পুরস্কার অর্জন করেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি। নিয়মিত কবিতা ও গান লেখেন। রবি চৌধুরীর গাওয়া ‘একলা হতে চাই’ অ্যালবামের জন্য ২০০৬ সালে বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) অ্যাওয়ার্ড অর্জন করেন।
এ ছাড়া এন্ড্রু কিশোরের গাওয়া অ্যালবামের জন্য তিনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের পুরস্কার অর্জন করেন। তার মূল ভাবনায় এবং অনুরূপ আইচের রচনায় ও মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটক ‘ক্রাইম রিপোর্টার’ সম্প্রচারিত হয় আরটিভিতে।
এ বছরে ইলেকট্রনিক মিডিয়ায় যমুনা টিভির মিজান মালিক ছাড়াও প্রিন্ট মিডিয়ায় সমকালের রাজিব নূরও পৃথকভাবে পুরস্কার অর্জন করেন।
এসএস/বিএ/পিআর