নয়া দিগন্ত’র পাবনা প্রতিনিধির ইন্তেকাল


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৪ এপ্রিল ২০১৫

পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, দৈনিক নয়াদিগন্ত ও বার্তা সংস্থা ইউএনবি’র পাবনা জেলা প্রতিনিধি আব্দুল মজিদ দুদু (৫৪) আর নেই। শনিবার দুপুর সোয়া ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম আলাউদ্দিন জানান, সাংবাদিক আব্দুল মজিদ দুদু সকাল সাতটার দিকে শহরের চারতলা মোড়ের বাসায় থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায়  দুপুর পৌনে দু’টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোয়া দু’টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে পাবনায় কর্মরত সাংবাদিকসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আব্দুল মজিদ দুদুর বাবা মরহুম ক্বারী সৈয়দ আহাম্মদ আলী। বাড়ি সদর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শহরের পাথরতলা এলাকার চারতলা মোড়ে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সাংবাদিক আব্দুল মজিদ বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি, পাবনার বার্তা সংস্থা পিপ’র সম্পাদক এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ছিলেন। পাবনার বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে তিনি সদা হাস্যোজ্জল ও প্রিয়ভাজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি ও সম্পাদক আহমেদ উল হক রানাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, রাজশাহী থেকে মৃতদেহ পাবনায় নেওয়ার পর জানাযার সময় ও স্থান নির্ধারণ করা হবে।


এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।