এভিয়েশন সাংবাদিকদের মানোন্নয়ন কর্মশালা


প্রকাশিত: ০২:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

এভিয়েশন বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক কর্মশালার আয়োজন করেছে। বৃহস্পতিবার দিনব্যাপী বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা।

দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করা সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়। বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজের পরিচালনায় কর্মশালায় এভিয়েশন সেক্টরের বিভিন্ন বিষয়ে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন।

বিমানের পরিচালক প্রশাসন মো. বেলায়েত হোসেন কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কর্মশালায় অন্যদের মধ্যে এভিয়েশন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আরএম/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।