অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আরেক সাংবাদিকের কাণ্ড!


প্রকাশিত: ০৫:৩২ এএম, ৩০ মার্চ ২০১৫
প্রতিকী

নিজেকে এশিয়ান টেলিভিশনের একজন স্টাফ দাবি করে অস্ট্রেলিয়ায় যৌন হয়রানিমূলক এক লজ্জাজনক কাণ্ড ঘটালেন মো. সোহেল হোসেন নামে এক সাংবাদিক! বিশ্বকাপ চলাকালে গত ২১ মার্চ রাতে মেলবোর্নের একটি বেকপেকার হোটেলে এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ অভিযোগে পুলিশ তাকে আটক করেছে।

অস্ট্রেলিয়ার এ হোটেলগুলোতে এক কক্ষে উপরে নিচে পৃথক শয্যায় নারী-পুরুষ রাত্রিযাপন করে থাকে। রাতে মেয়েটি ঘুমিয়ে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করে ওই সাংবাদিক। পরে অভিযোগ করলে হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডেকে নিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রবাসী এক সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সূত্র জানায়, সোহেল হোসেনের বাড়ি নরসিংদী জেলায়। তিনি মেলবোর্নের পুলিশের কাছে এশিয়ান টিভিতে কাজ করেন বলে পরিচয় দিয়েছেন। পুলিশের কাছে সোহেল জানান, বিশ্বকাপ কাভার করতে অস্ট্রেলিয়া এসেছেন। ঢাকায় তার অফিস জানে এখানে তার পাসপোর্ট হারিয়ে গেছে! কিন্তু মেলবোর্নের তথ্য হচ্ছে তার পাসপোর্ট জব্দ করেছে পুলিশ!

সূত্র আরও জানায়, এ ঘটনায় পুলিশ তার অভিযোগ রেকর্ড করে পাসপোর্ট রেখে তাকে ছেড়ে দিয়েছে। তাকে পরবর্তী হাজিরার দিনে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। অর্থাৎ মামলা শেষ না হওয়া পর্যন্ত দেশে ফিরে যেতে পারবেন না তিনি। বিষয়টি ইমিগ্রেশন পর্যন্ত গড়ালে তার ভিসা বাতিলের পর মামলা শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হতে পারে।

তবে এ ব্যাপারে এশিয়ান টেলিভিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে জানান, সোহেল হোসেন এশিয়ান টিভির একজন নিয়মিত স্টাফ। তবে বিশ্বকাপ কাভার করতে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়নি।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেয়ার রহমানের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ ওঠে।

পেয়ার রহমান বর্তমানে অস্ট্রেলিয়ার কারাগারে আছেন। অস্ট্রেলিয়া যাওয়ার পথে প্লেনেই এক নারীকে উত্যক্ত করেছিলেন তিনি। এরই জেরে সিডনি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যায় অস্ট্রেলিয়া পুলিশ।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।