হরতালে পুলিশের মারধরের শিকার দুই সাংবাদিক


প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৬ জানুয়ারি ২০১৭

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালের শেষ মুহূর্তে মারধরের শিকার হয়েছেন দুই গণমাধ্যম কর্মী। রাজধানীর শাহবাগ থানার সামনে আটক ব্যক্তির ফুটেজ নিতে গিয়ে তারা এ হামলার শিকার হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তারা হলেন, এটিএন নিউজের রিপোর্টার কাজী এহসান বিন দিদার এবং ক্যামেরাম্যান আ. আলিম।

জানা গেছে, হামলায় ক্যামেরা ম্যানের চোখের উপরের অংশ কেটে গেছে। ক্যামেরা ভেঙে গেছে। রিপোর্টারের পা ভেঙে গেছে।

তারা অভিযোগ করে বলেন, হরতালের শেষ মুহূর্তে পুলিশ কয়েকজনকে আটক করে। আটকদের ছবি তুলতে গেলে পুলিশ তেড়ে এসে মারধর করে।

Journalist

এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক জানান, বিষয়টি আমি অভিযোগ আকারে শুনেছি। ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে সাত দফা দাবি বাস্তবায়নে বৃহস্পতিবার অর্ধদিবস (দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালন করে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

জেইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।