সাহসী নারীর পুরস্কার পাচ্ছেন নাদিয়া শারমিন


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৪ মার্চ ২০১৫

২০১৩ সালের এপ্রিলে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশের সময় নির্যাতনের শিকার সাংবাদিক নাদিয়া শারমিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর `আন্তর্জাতিক সাহসী নারীর পুরস্কার` পাচ্ছেন। ওয়াশিংটন সময় বৃহস্পতিবার দুপুর ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাঁকে এ পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর এ কথা জানায়। নাদিয়ার হাতে পুরস্কার তুলে দেবেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী হিগিনবটম। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নাদিয়া শারমিন ছাড়াও বিশ্বের আরো ৯ জন সাহসী নারীকে সেদিন পুরস্কৃত করা হবে।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, নাদিয়া শারমিন একজন নিবেদিত সাংবাদিক এবং নারী অধিকারের পক্ষে সোচ্চার। ২০০৯ সালে তিনি অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে বাংলাদেশ প্রেস কোরে যোগ দেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।