দৈনিক যুগান্তরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তি রাণী রায়ের আদালতে মামলাটি করেন জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাড. গোলাম মহিউদ্দিন স্বপন।
আদালত মামলাটি গ্রহণ করে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার সাক্ষীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, দৈনিক যুগান্তরের সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ আবদুল কবির তপন, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, অ্যাড. কাজী এখলাছুর রহমান, অ্যাড. এমদাদুল হক চৌধুরী, অ্যাড. মো. আক্কাছ আলী।
মামলা সূত্রে জানা যায়, মামলার ১নং সাক্ষী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সুনাম ও ঐক্য বিনষ্ট করার হীন মানসে রাজনৈতিক ষড়যন্ত্রের অসৎ উদ্দেশ্যে গত ১২ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘নাসিরনগরে হামলার পেছনে মোকতাদির সমর্থকরা : দলীয় কোন্দলই কারণ’ শিরোনামে আসামিরা সংবাদ প্রকাশ করেন। যুগান্তরে প্রকাশিত সংবাদটি প্রতারণামূলক। এতে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী তথা জেলা আওয়ামী লীগের ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদী অ্যাড. গোলাম মহিউদ্দিন স্বপন জাগো নিউজকে জানান, আদালত মামলাটি গ্রহণ করে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্তপূর্বক আগামী ৪ ডিসেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস