সাংবাদিক মকবুল হোসাইনকে বাঁচাতে প্রয়োজন ১২ লাখ টাকা


প্রকাশিত: ০৯:২১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্ট এর সিনিয়র ক্যামেরাপার্সন মকবুল হোসাইন সিদ্দীক গুরুতর অসুস্থ। গত ৬ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। রাজধানীর নিউরো সাইন্স জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন মকবুলের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ১২ লাখ টাকা।

মকবুলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, টাকা সংগ্রহ করতে না পারায় তার উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত তারা। এজন্য পরিবারের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: উম্মে সায়মা রুমানা, একাউন্ট নাম্বার-১০৭১৪৪০১৯৭৮৭০, ইস্টার্ন ব্যাংক লিঃ, মিরপুর শাখা, ঢাকা ১২১৬।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।