ইসরাইলি হানায় গাজায় নিহত ফটোসাংবাদিক
ইসরাইলি সেনার আক্রমণে গাজায় মৃত্যু হলো প্যালেস্টাইনের এক ফটোসাংবাদিকের৷ বুধবার গাজা সিটির কাছে ব্যস্ত বাজার এলাকায় আকাশ পথে হামলা চালায় ইসরাইল৷
প্যালেস্টাইন নেটওয়ার্ক এজেন্সিতে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন রামি রায়ান৷ এদিন চার ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করার পরই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পথে নামে সাধারণ মানুষ৷ সেই ছবি তুলতে বাজারে গিয়েছিলেন তিনি৷ তখনই ইসরাইলি হামলায় মৃত্যু হয় তার৷ রামি যে হেলমেটটি পরেছিলেন তাতে ‘প্রেস’ লেখা ছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ৷ সেই দেখেই তাকে সনাক্ত করা হয়৷ তার মৃত্যুর খবর নিশ্চিত করে টুইট করেন প্যালেস্টাইনের ওপর এক সাংবাদিক হাজেম বলৌশা৷এই ঘটনায় মৃত্যু হয় আরও ১৭ জনের৷