উস্কানিমূলক সংবাদ প্রচার করবে না চ্যানেলগুলো


প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২২ জানুয়ারি ২০১৫

নাশকতা ও সন্ত্রাসকে উসকে দেয় এমন সংবাদ প্রচার করবে না বলে একমত হয়েছেন বেসরকারি টেলিভিশন (টিভি) চ্যানেলের মালিকরা।

বৃহস্পতিবার সচিবালয়ে চলমান পরিস্থিতি নিয়ে বেসরকারি টিভি চ্যানেলের মালিকদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৈঠক শেষে এ তথ্য জানান।

বৈঠকে আন্দোলনের নামে সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও ঠেকাতে ইলেক্ট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করেন ইনু।

বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।