প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২১ জানুয়ারি ২০১৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলার সমনে হাজির না হওয়ায়  দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও মজিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত বছরের ডিসেম্বরে এ্যাডভোকেট বনি আমিন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

বনি আমিনের আইনজীবী এম আলম খান কামাল এপিপি জানান, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর আলপিনে মহানবীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টন প্রকাশ, ২০১৩ সালের ১১ মার্চ বর্তমান সরকারকে আল্লাহের সাথে তুলনা করা এবং গত জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ছবিতে ফটোশপের মাধ্যমে সিঁদুর দিয়ে ছবি প্রকাশ করে। এ অভিযোগে গত ৯ অক্টোবর এ মামলাটি দায়ের করা হয়।

বিএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।