প্যারিসে পত্রিকা অফিসে হামলাকারীরা শনাক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

ফ্রান্সের প্যারিসে সাপ্তাহিক চার্লি হেব্বো ম্যাগাজিনের অফিসে হামলাকারী তিনজনকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। এর মধ্যে একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানানো হয়েছে। খবর রয়টার্স, আলজাজিরা ও বিবিসির।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার একটি পত্রিকা অফিসে গুলি চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় তিন ফ্রেঞ্চ জড়িত রয়েছেন। এরা হলেন- সাঈদ কৌচি (৩৪) ও তার ভাই চেরিফ কৌচি (৩২) এবং হামিদ মুরাদ (১৮)। এর মধ্যে হামিদ উত্তরপূর্ব ফ্রান্সের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন প্যারিসের প্রকিউটর অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, চার্লেভাইল-মেজিয়েরেস পুলিশ স্টেশনে স্থানীয় সময় বুধবার রাত ১১টায় হামলায় জড়িত এক ব্যক্তি আত্মসমর্পণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।