সাংবাদিকদের নিজ এলাকার সমস্যা তুলে ধরার আহবান মির্জা আজমের
গণমাধ্যম কর্মীদের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরার আহবান জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এসব সমস্যার বিষয় গণমাধ্যমে প্রকাশ হলে সরকারের কাজ করতে সুবিধা হয় বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকায় গণমাধ্যমে কর্মরত জামালাপুরের গণমাধ্যমকর্মীদের সংগঠন জামালাপুর সাংবাদিক ফোরাম, ঢাকার আহবায়ক বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সদস্যসচিব উবায়দুলাহ বাদল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতার আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ শাহজাদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সম্পাদক আমানুলাহ কবীর ও জামালপুর সমিতি, ঢাকার মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন অব. এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত বলেন, দলমত নির্বিশেষে নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে। গণমাধ্যম কর্মীদের একযোগে কাজ করতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক ফোরামের সভাপতি মোল্লা জালাল, সিনিয়র সাংবাদিক মুজতাহিদ ফারুকী, রাইজিং বিডিডটকমের বার্তা প্রধান শাহনেওয়াজ খান শাহীন, জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকার আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মনিরুল আলম ও আবু সাইদ। বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ লুৎফুল হক, ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী, ময়মনসিংহ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি ড. উৎপল কুমার সরকার, নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি ফারুক আহমেদ তালুকদার, শেরপুর সাংবাদিক ফোরাম, ঢাকার আহবায়ক আবদুল মান্নান, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক গাফফার মাহমুদ এবং ময়মনসিংহ সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।