সাংবাদিকতা পুরোপুরি সত্য হতে হবে: কাদের গণি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০২ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা আংশিক নয়, পুরো সত্য হতে হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। সব ভয়ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে।

তিনি আরও বলেছেন, যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়। সাংবাদিকরা জাতির বিবেক। আর সাংবাদিকতা দেশপ্রেম। এটি মনে রেখে সাংবাদিকতা করতে হবে।

বিজ্ঞাপন

ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সি, সুজা উদ্দীন চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমডিআইএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।