নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ এএম, ১৮ মার্চ ২০২৫
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের দুই শতাধিক সদস্য ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন

ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এটি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজমুল হক সরকার। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

এতে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি সভাপতি দীপক দেব, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কোষাধক্ষ্য খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব খায়রুল ইসলাম, বাংলাদেশ মফস্বলের সাংবাদিক সোসাইটি পাবনা জেলা সভাপতি আসাদুজ্জামান বিকাশ প্রমুখ।

নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের দুই শতাধিক সদস্য এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।