বেগম পত্রিকার দায়িত্বে নূরজাহানের বড় মেয়ে


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৩ মে ২০১৬

জনপ্রিয় সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুর পর পত্রিকাটি চালানোর দায়ভার নিয়েছেন তার বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান।

সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারী জাগরণের অন্যতম পথিকৃত নূরজাহান বেগম।

এদিন তার জানাজা শেষে সাংবাদিকদের একথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, বেগমের সংরক্ষণ প্রয়োজন। বেগম যাতে চলমান থাকে, জনপ্রিয় থাকে সেদিকে নজর রাখতে হবে। তাই তার বড় মেয়ে এর দায়িত্ব নিয়েছেন। আমাদের পক্ষ থেকে তাকে সবধরনের সহযোগিতা করা হবে।

আসাদুজ্জামান নূর আরো বলেন, নূরজাহান বেগম সাহিত্য চর্চা, নারীর ক্ষমতায়ন, প্রবল চিন্তা শক্তিসহ বেগম রোকেয়াদের ধারাবাহিকতা রক্ষা করেছেন। তিনি ছিলেন নারী জাগরণের পথিকৃত। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

এআর/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।