প্রসাধনী শিল্পখাতে ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের নাজমুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
অ্যাওয়ার্ড গ্রহণ করছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন

দেশের সম্ভাবনাময় ‘কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার’ শিল্পখাত নিয়ে প্রতিবেদন করে লিলি প্রেজেন্টস মিডিয়া ফেলোশিপ ২০২৪-এ অনলাইন ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিলনায়তনে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে মোট তিনজন সাংবাদিককে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক সমকালের জসিম উদ্দিন বাদল এবং টেলিভিশন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের অ্যাওয়ার্ড পেয়েছেন আরটিভির সেলিম মালিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিনজন ছাড়াও ফেলোশিপে অংশ নেওয়া প্রতিবেদকদের ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কারের অর্থ তুলে দেন।

কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প খাতের পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই ফেলোশিপ পরিচালিত হয়। ফেলোশিপে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে মোট ৩০ জন সাংবাদিক অংশ নেন।

অংশ নেওয়া ফেলোরা সরেজমিন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে নিজ নিজ গণমাধ্যমে এই খাতের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং এগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এএসবিএমইবির সেক্রেটারি জেনারেল জামাল উদ্দীন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব আলী, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, চিত্রনায়ক সিয়াম আহমেদসহ অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএইচ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।