প্রতিদিনের বাংলাদেশ ছাড়লেন সম্পাদক মুস্তাফিজ শফি
প্রতিদিনের বাংলাদেশ ছেড়ে দিয়েছেন সম্পাদকের দায়িত্ব পালন করা মুস্তাফিজ শফি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পত্রিকাটিতে শেষ অফিস করেন তিনি।
সম্পাদক মুস্তাফিজ শফির সঙ্গে সহযোগী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ ও ইমতিয়ার শামীম, চিফ রিপোর্টার আজিজুল পারভেজ, সহকারী সম্পাদক (সাহিত্য) ফারুক আহমেদও পত্রিকাটি ছেড়েছেন। ৩১ ডিসেম্বর তারাও শেষ দিন অফিস করেন। পদত্যাগপত্র জমা দিয়ে নোটিশ সময় পার করছেন আরও অনেকে।
২০২৩ সালের ৮ জানুয়ারি মুস্তাফিজ শফির সম্পাদনায় আনুষ্ঠানিকভাবে বাজারে আসে রংধনু গ্রুপের মালিকানাধীন জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।
সাংবাদিক মুস্তাফিজ শফি ১৯৮৮ সালে সাপ্তাহিক সিলেট সংবাদ ও লন্ডনের সাপ্তাহিক সুরমায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৪ সালে জাতীয় পর্যায়ে তার সাংবাদিকতা শুরু হয়। গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন আজকের কাগজ, মানবজমিন, প্রথম আলো, আমার দেশ, সমকাল, কালের কণ্ঠ পত্রিকায়। প্রতিদিনের বাংলাদেশে যোগ দেওয়ার আগে প্রায় ছয় বছর সমকালে নির্বাহী সম্পাদক এবং সর্বশেষ সাড়ে তিন বছরের বেশি সময় ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক।
মুস্তাফিজ শফি নব্বই দশকের একজন বিশিষ্ট কবি হিসেবেও সমাদৃত। বহুমাত্রিক লেখক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। এ পর্যন্ত লিখেছেন প্রায় দুই ডজন বই।
মুস্তাফিজ শফির ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, নতুন বছরে নতুন কিছু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এলএ/এমএমএআর/জেআইএম