এক মাসে যা যা করলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর ও সংস্থা গত এক মাসে যেসব ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করেছে তার একটি তথ্য বিবরণী তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
গত এক মাসে নিষ্পন্ন হওয়া কার্যক্রম
১. মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার বিভিন্ন কমিটিগুলো বাতিল করা হয়েছে এবং বাতিল করা কমিটি বা পরিচালনা বোর্ড (বাসস পরিচালনা বোর্ড, পিআইবি পরিচালনা বোর্ড, প্রেস কাউন্সিল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড, সিরিয়াল/ধারাবাহিক/চলচ্চিত্র/প্যাকেজ প্রিভিউ কমিটি, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র/দেশি/বিদেশি চলচ্চিত্র আমদানী/রপ্তানি/চলচ্চিত্র উৎসব কমিটি, চলচ্চিত্র জুরি বোর্ড, ফিল্ম সেন্সর আপিল কমিটি, চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ইত্যাদি) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
২. বিগত সরকারের সময়ে দপ্তর/সংস্থায় নিয়োগ করা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হয়েছে।
- আরও পড়ুন
- বেতন কম হওয়ায় তরুণরা সাংবাদিকতায় আকর্ষণ হারাচ্ছেন
বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে
৩. বিগত সরকারের সময়ে দপ্তর/সংস্থায় (বিটিভি, বাংলাদেশ বেতার ইত্যাদি) কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যত্র পদায়ন করা হয়েছে।
৪. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সমগ্র বাংলাদেশে হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর/সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
৫. শহিদ আবু সাঈদসহ সব শহীদ ও শহীদি মার্চ নিয়ে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান প্রচার করা হয়েছে।
৬. চলমান মাইক্রোফোন নামক অনুষ্ঠানে ‘অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠান বাংলাদেশ বেতারে প্রচার করা হয়েছে।
৭. বাংলাদেশ টেলিভিশনে ছাত্র-ছাত্রীদের ট্রাফিক কন্ট্রোল, ময়লা-আবর্জনা পরিষ্কার, দেয়ালে গ্রাফিতি, সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীদের অবস্থান, বাজার নিয়ন্ত্রণে ছাত্র-ছাত্রীদের ভূমিকা ইত্যাদি বিষয়ে প্রামাণ্য ও ফিলার প্রচার করা হয়েছে।
৮. অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ, প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের সরকারি অনুষ্ঠানসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে।
৯. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-ছাত্রীদের পরিবারকে নিয়ে ২০টি ফিচার বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে প্রকাশ করা হয়েছে।
১০. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমভিত্তিক ৪১৯টি তথ্য বিবরণী ও স্কুল প্রচারসহ ১২ হাজার ৪টি গুরুত্বপূর্ণ ছবি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
আইএইচআর/এমকেআর/জেআইএম