বাবা হারালেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ রানা
অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের প্রধান প্রতিবেদক (জ্যেষ্ঠ প্রতিবেদক) মাসুদ রানার বাবা মোহাম্মদ ইসমাইল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়ায় কবরস্থান রোডের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মোহাম্মদ ইসমাইল মৃধা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার মাসুয়াখালিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরএসএম/বিএ/জেআইএম