ডিআরইউতে রায়হান এম চৌধুরীকে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২২ অক্টোবর ২০২২

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে সংগঠনটির স্থায়ী সদস্য ও ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিজনেস এডিটর রায়হাম এম চৌধুরীকে। শনিবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় সেখানে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে রায়হান এম চৌধুরীর কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কার্যনির্বাহী কমিটি।

এ সময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও মসিউর রহমান খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাতে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রায়হান এম চৌধুরী। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রায়হান এম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক ডিগ্রি অজর্ন করেন। তিনি ১৯৯৪ সালে দ্য নিউ নেশনে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি মর্নিং সান-এ যোগ দেন। সর্বশেষ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এর বিজনেস এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

এনএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।