নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

সাম্প্রতিক সময়ে গণমাধ্যম থেকে কর্মী ছাটাই ও কর্মীদের উপর হামলা, নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এ সময় সাংবাদিক নির্যাতনের সুষ্ঠ বিচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংকটে পড়া সাংবাদিকদের জীবন রক্ষার্থে অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান সাংবাদিকরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিইউজে আয়োজিত সংবাদ মাধ্যম নিয়ে নানা ষড়যন্ত্র, সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

এসময় ‘সাংবাদিক নির্যাতন বন্ধ কর, করতে হবে, গণমাধ্যমে কর্মী ছাটাই চলবে না, ওয়েজ বোর্ড দিতে হবে’ বলে স্লোগান দেন বক্তারা।

ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, সাংবাদিকরা ভালো নেই। সাড়ে চার বছর পরেও ওয়েজ বোর্ডের কোনো সুফল তারা পাচ্ছে না। আগামীতে সংবাদ মাধ্যমে যদি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

তিনি বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা-মামলার শিকার হচ্ছে। আজকের সমাবেশে এসব ঘটনার নিন্দা জানাই।

ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, সাংবাদিকদের জীবন এখন ঝুঁকিপূর্ণ। তাদের রুটি রুজি সংগ্রহ করতে অনেক কষ্ট হচ্ছে। মালিকপক্ষ তাদের অন্য শিল্প প্রতিষ্ঠানের পাওনা ঠিকই পরিশোধ করছেন কিন্তু গণমাধ্যম ঠিক মতো চালাচ্ছেন না।

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আমরা দেখছি দ্রব্যমূল্য বাড়লেও সাংবাদিকদের বেতন বাড়েনি। সাংবাদিকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তারা নানা ভাবে হয়রানির শিকার হচ্ছেন। এইসব হয়রানি বন্ধ করতে হবে। সংবাদপত্রকে বিকশিত হবার সুযোগ করে দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব।

এসএম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।