ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ থাকবে সংবাদপত্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২০ মে ২০২০

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত সংবাদপত্র বন্ধ থাকবে।

বুধবার (২০ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে এই ঈদের ছুটি তিন কিংবা চার দিন হতো। এবারই এতদিন বন্ধ থাকছে সংবাদপত্র।

করোনাভাইরাস সংকটের কারণে সংবাদপত্র ছাপানো ও বিলি করার কাজে ব্যাঘাত ঘটছে। এরই মধ্যে অনেক পত্রিকা তাদের ছাপার কাজ বন্ধ করে দিয়ে শুধু অনলাইন ভার্সন চালাচ্ছে।

এইচএস/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।