প্রবীণ সাংবাদিক আতাউল হাকিম আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:১০ এএম, ৩১ জুলাই ২০১৯

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আতাউল হাকিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন।

দৈনিক পূর্বকোণ ছিল তার সর্বশেষ কর্মস্থল। সেখান থেকে যুগ্ম-বার্তা সম্পাদক হিসাবে অবসর নেয়ার পর তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মুত্যুর সংবাদে চট্টগ্রামের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে

আতাউল হাকিম সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করতেন। তার প্রকাশিত বইগুলো হচ্ছে ‘একান্ত ব্যক্তিগত’, ‘অমাবস্যা চতুর্দিক’, ‘নিজগুণে ক্ষমা করবেন’, ‘বিশ্ব পুরুষ সম্মেলন’ ইত্যাদি।

বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবীণ এই সাংবাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর রাউজান পৌরসভার ছিটিয়াপাড়ায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আতাউল হাকিমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস গভীর শোক প্রকাশ করেছেন।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।