নিউজ পোর্টালে ভিডিও প্রকাশ নিয়ে টিভি মালিকদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১১ মার্চ ২০১৯

অনলাইন নিউজ পোর্টালগুলোতে ভিডিও কনটেন্ট এবং টকশো প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটকো)।

সোমবার (১১ মার্চ) সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন এটকো নেতারা। বৈঠকের পর এটকোর সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন পোর্টাল... যেহেতু আমাদের পলিসি (অনলাইন নীতিমালা) হয়নি। পোর্টালগুলো... পত্রিকাগুলো নিউজ পোর্টাল হচ্ছে। পোর্টাল টেক্সট (লিখিত নিউজ) করছে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু কিছু পত্রিকার পোর্টাল ভিডিও কনটেন্ট আপলোড করছে। টকশোর আয়োজন করছে, আমরা মনে করি এগুলো কোনোভাবেই বৈধতার মধ্যে পড়ে না। সম্প্রচার নীতিমালায় এ জিনিসগুলো পরিষ্কার করার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছি।’

তিনি বলেন, আইপি টিভির নামে যে নৈরাজ্য চলছে সেগুলোর ব্যাপারেও মন্ত্রী নজর দেবেন বলে জানিয়েছেন। আপনারা জানেন, টেলিভিশন ইন্ডাস্ট্রি অত্যন্ত সিক (অসুস্থ) হয়ে পড়ছে, বিজ্ঞাপন মার্কেট ছোট এবং বিজ্ঞাপন যতটুকুই ছিল ততটুকুর একটা বড় অংশ বিদেশে পাচার হচ্ছে। আরেকটা বড় অংশ ডিজিটাল মিডিয়ামে অবৈধভাবে পাচার হচ্ছে। এগুলো বন্ধের ব্যাপারে আমরা তার (তথ্যমন্ত্রী) সঙ্গে কথা বলেছি এবং তার কাছ থেকে অত্যন্ত সহানুভূতিশীল সহযোগিতার আশ্বাস পেয়েছি।

এটকোর এ নেতা বলেন, বিদেশি বিজ্ঞাপনের ক্ষেত্রে মন্ত্রী বলেছেন, অবৈধ কাজ দীর্ঘদিন থেকে চলে আসছে। আমরা অতীতে আন্দোলন করেছিলাম, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তিনি আশ্বস্ত করেছেন। বর্তমান মন্ত্রীও আশ্বস্ত করছেন, আমরা মনে করি অচিরেই (১৫ দিনের মধ্যেই) এই জিনিসটা বন্ধ হবে।

মোজাম্মেল বাবু বলেন, প্রধানত দুজন যেহেতু ডিস্টিবিউটর বিদেশি টেলিভিশনগুলোর, তাদের সঙ্গে আপনারা (মন্ত্রণালয়ের কর্মকর্তারা) বসবেন, বসার প্রেক্ষিতে এবং বিজ্ঞাপন শূন্যভাবে এবং ওদের যে লজিকটা (যুক্তি) থাকবে ওই বিজ্ঞাপনের গ্যাপে আমরা কী করব? আমরা বলব যে, লন্ডনে (সম্প্রচারে) আমাদের লন্ডনের পাবলিক সার্ভিস এজেন্ডাগুলো তুলে ধরতে হয়। অতএত আমাদের দেশে অপারেট করলে বাংলাদেশের জনস্বার্থের বিজ্ঞাপনগুলো গ্যাপে দেবে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও এটকোর সদস্য অঞ্জন চৌধুরী, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।