ঢাকা ট্রিবিউনে সাপ্তাহিক ছুটি দুই দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

ঢাকা ট্রিবিউনে কর্তব্যরত সাংবাদিক-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি দুই দিন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ঢাকা ট্রিবিউন অফিস থেকে আনুষ্ঠানিক এ ঘোষণা দেয়া হয়।

পত্রিকাটির শুরুতে এই সুযোগ-সুবিধা দেয়ার জন্য কর্তৃপক্ষের চিন্তা-ভাবনা থাকলেও তা করা সম্ভব হয়নি। এই পর্যায়ে এসে সংবাদকর্মীদের জন্য এ সিদ্ধান্তটি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান জাগো নিউজকে বলেন, ‘আমরা ঢাকা ট্রিবিউন শুরু থেকেই আমাদের (কলিগ) সহকর্মীদের সপ্তাহে দুই দিন ছুটি দিতে চেয়েছিলাম। কিন্তু লোকবল ও অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে সেটা দিতে পারিনি। আমরা যদি সাংবাদিকদের সুযোগ-সুবিধা ভালো দিতে পারি তবে তারাও প্রত্যাশা অনুযায়ী ভালো সার্ভিস দেবেন।’

তিনি বলেন, এখন লোকবলও পর্যাপ্ত, অর্থনৈতিকভাবেও আমরা সাবলম্বী। এ কারণে আমাদের সহকর্মীদের জন্য সপ্তাহে দুই দিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, পৃথিবীর যে কোনো দেশে অফিস (কলিগ) সহকর্মীদের এ সুযোগ-সুবিধা রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানে বিষয়টি বাস্তবায়ন হবে কি-না তা জানি না। সেটা তাদের নিজস্ব বিষয় কিন্তু আমরা সেটা করেছি। আমরা মনে করি, এটা অন্যদেরও করা উচিত।

এফএইচ/এফএইচএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।