ভোট‌ারদের মন পেতে ছাতা নিয়ে অপেক্ষা!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

সাংবাদিকদের ‘সেকেন্ড হোম’ হিসেবে পরিচিত জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৮ আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ক্লাব সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে হাজির হচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ সদস্যদের পদচারণায় গোটা প্রেস ক্লাব চত্বর মুখরিত হয়ে উঠেছে। পারস্পরিক কুশল বিনিময় ও ভোট প্রার্থনার মধ্যদিয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলমগীর দুপুর ১টার দিকে জাগো নিউজকে জানান, এ সময় পর্যন্ত ৫০০ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২১২ জন।

Press-2

১৭ সদস্যের জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৮-তে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত সাইফুল-ফরিদা মনোনীত প্যানেল ও বিএনপিপন্থী শওকত মাহমুদ-ইলিয়াস খান প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ‌ুটি প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের মন পেতে ছাতা নিয়ে ক্লাব প্রাঙ্গণে অপেক্ষা করছেন। ভোটার আসলেই সহাস্যে এগিয়ে সালাম দিয়ে মাথার ওপর ছাতা মেলে ধরছেন। সঙ্গে যাচ্ছেন ভোটকেন্দ্র পর্যন্ত।

Press-4

আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও অনেক প্রবীণ সদস্যকে ভোট উৎসবে শরিক হতে লাঠিতে ভর করে উপস্থিত হতে দেখা যায়।

এমইউ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।