সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৬ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের খবর সংগ্রহের সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।

সম্পাদক পরিষদের সেক্রেটারি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে- আন্দোলনের সময় বার্তা সংস্থা এপির একজন সাংবাদিক ও ফ্রিল্যান্সার সাংবাদিকসহ টিভি ও পত্রিকার আরো অন্তত ২৪ জন ফটোসাংবাদিক ও প্রতিবেদক শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন।

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের এসব সহিংস বিরোধীরা ক্যামেরা ভেঙে দেয় এবং বেশ কিছু সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেয়। সাংবাদিকদের ওপর এই হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে হামলা চালানোর সুযোগ দিয়েছে বলেও জানিয়েছে সম্পাদক পরিষদ।

পুলিশের এ আচরণের তীব্র নিন্দা জানিয়ে সম্পাদক পরিষদ নেতারা বলেন, সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের কথা বলা আছে। আর তা যদি না থাকে তাহলে ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র বিপন্ন হবে।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।