সাইবার অপরাধের প্রশিক্ষণ পাচ্ছেন ১০০ সাংবাদিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৫ জুন ২০১৮

সাইবার অপরাধ সম্পর্কিত অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিতে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের জন্য ‘সাইবার অপরাধ অনুসন্ধান ও সচেতনতা’ শীর্ষক কর্মশালা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২ জুলাই (সোমবার) জাতীয় জাদুঘরে এ কর্মশালা অনুষ্ঠিতহবে। এতে সাইবার অপরাধ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার নানা বিষয়ে ১০০ জনকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

মূলধারার পেশাদার সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে ccabd.org/category/events এই ঠিকানায় লগ অনের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, নিরাপদ ইন্টারনেট ব্যবহারে জনসচেতনতায় ২০১৫ সাল থেকে দেশে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে সিসিএ ফাউন্ডেশন। ফাউন্ডেশন মনে করে, অন্তত অর্ধেক পরিমাণ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব শুধু সচেতনতার মাধ্যমে।

সমাজে সচেতনতা তৈরিতে বড় ভূমিকা পালন করেন গণমাধ্যমের প্রতিনিধিরা। এজন্য সাইবার অপরাধ সচেতনতায় তাদের পেশাগত মানোন্নয়নে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে সামাজিক সংগঠনটি।

আরএম/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।