নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

বিএফইউজে ও ডিইউজের যৌথ বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জে মেয়রের নেতৃত্বে মিছিলের খবর সংগ্রহকালে যে সন্ত্রাসী হামলা হয় তাতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন, যা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়। ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। সমাবেশে বিএফইউজে এবং ডিইউজে নেতারা বক্তব্য রাখবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। বিএফইউজে মহাসচিব ওমর ফারুক সমাবেশে সবাইকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

এমইউ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।