চালু হচ্ছে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭

অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবাদপত্র, সাংবাদিক ও ফটোজার্নালিস্টদের ভূমিকার স্বীকৃতি হিসেবে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল । বৃহস্পতিবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে। যার মধ্যে প্রাতিষ্ঠানিক সম্মাননা ও আজীবন সম্মাননা পদক জুরিবোর্ড কর্তৃক সরাসরি সুপারিশের মাধ্যমে চূড়ান্ত করা হবে। বাকি ৪টি ক্যাটাগরির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

এতে বলা হয়, একটি নিরপেক্ষ জুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী পদক প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে পদক দেয়ার আগের বছর পর্যন্ত কৃতিত্ব বিবেচনা করা হবে। ক্যাটাগরি গুলো হচ্ছে-

গ্রামীণ সাংবাদিকতা : দেশের গ্রামীণ জীবনযাত্রা নিয়ে সংবাদপত্রে (বাংলা ও ইংরেজি) প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেয়া হবে।

উন্নয়ন সাংবাদিকতা : দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে সংবাদপত্রে (বাংলা ও ইংরেজি) প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত উদ্ভাবনী ও অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেয়া হবে।

নারী সাংবাদিক : যে কোনো বিষয়ে নারী সাংবাদিকের সংবাদপত্রে (বাংলা ও ইংরেজি) প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত সৃজনশীল ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেয়া হবে।

আলোকচিত্র/ ভিডিওচিত্র : সংবাদপত্রে (বাংলা ও ইংরেজি) প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত সৃজনশীল, সাহসী ও অনুসন্ধানমূলক আলোকচিত্র/ ভিডিও চিত্রের জন্য এ পুরস্কার দেয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে প্রেস কাউন্সিল পদকের জন্য আবেদনকারীকে যে কোনো সংবাদপত্র/ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বা আলোকচিত্র সাংবাদিক হতে হবে। পুরস্কারের মনোনয়নের জন্য প্রতিবেদন বা ফিচার ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০১৭ এর মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত হতে হবে। একজন আবেদনকারী একই বিষয়ে একাধিক প্রতিবেদন বা ফিচার বা আলোকচিত্র জমা দিতে পারবেন না। নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রতিবেদনের কপিসহ সচিব (যুগ্মসচিব), বাংলাদেশ প্রেস কাউন্সিল, ৪০ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা বরাবর সরাসরি বা ডাকযোগে আগামী ৫ জানুয়ারি ২০১৮ এর মধ্যে পাঠাতে হবে।

আবেদনপত্র ও বিস্তারিত নিয়মাবলী বাংলাদেশ প্রেস কাউন্সিলের ওয়েবসাইট www.presscouncil.gov.bd এ ঠিকানায় পাওয়া যাবে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।