ভিডিও EN
  1. Home/
  2. নারী ও শিশু

ঢামেকে শিশুর খাবার ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ০২:০২ পিএম, ২৩ এপ্রিল ২০১৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের জন্য ‘শিশুর খাবার ও পুষ্টি বিষয়ক’ তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শনিবার শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর বোর্ড অফ ট্রাষ্টীজের  চেয়াপারসন এবং সিনিয়র সাইন্টিষ্ট ড. এস কে রায়। আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. খাজা আব্দুল গফুর, বিবিএফ এর পরিচালক খুরশীদ জাহান, সহকারী পরিচালক সৈয়দা মহসিনা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবজাতক বিভাগের প্রধান ডা. মনীষা ব্যানার্জী।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান ইন্টার্ন ডাক্তারদের উদ্দেশ্যে প্রশিক্ষণটিকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রশিক্ষণ থেকে শিক্ষণীয় বিষয়গুলিকে সারা জীবনের সম্পদে পরিণত করে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করার আহ্বান জানান।

বিবিএফ এর ড. এস কে রায় জানান, স্বাস্থ্য অধিদফতরাধীন জাতীয় পুষ্টি সেবা-এর অধীনে বিবিএফ যৌথভাবে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউ এবং প্যারামেডিক ইনস্টিটিউটের ইন্টারনি ডাক্তার, নার্স এবং প্যারামেডিক-দের এই কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি এ প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরত্ব বর্ণনা করে বলেন, নবজাতকের জন্মের প্রথম ঘণ্টায় মায়ের দুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং ৬ মাসের পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিপূরক খাবার খাওয়াানো উপযুক্তভাবে সফল করণের মাধ্যমে দেশের শিশুমৃত্যু হার কমানোর ক্ষেত্রে অবদান রাখবে।

ডা. মনীষা ব্যানার্জী বলেন, এই প্রশিক্ষণটি ইন্টার্ন ডাক্তাররা যেখানেই কর্মরত থাকুক না কেন, কোন মাকে মায়ের দুধ ছাড়া অন্য গুড়া দুধ খাওয়ানোর প্রেসক্রাইব না করার প্রেরণা  যোগাবে। তিনি  এই প্রশিক্ষণের  আয়োজক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয়   পুষ্টি সেবা এবং বিবিএফকে ধন্যবাদ জানান।

এমইউ/এসএইচএস/আরআইপি