ভিডিও EN
  1. Home/
  2. নারী ও শিশু

সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৮ মার্চ ২০২৩

সুখী-সমৃদ্ধ দেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, দেশের নারীসমাজের আর্থসামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতার উন্নয়নের জন্য দিবসটির গুরুত্ব অপরিসীম। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। অগ্রগতি হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক সূচকে। যে হারে নারীর অগ্রগতি হয়েছে সে হারে কমেনি নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিকভাবে সমবেত সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক নারী দিবসে বিরোধীদলীয় নেতা প্রত্যাশা করেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক, কল্যাণমুখী ও কার্যকর রাষ্ট্রে পরিণত হবে।

এসএম/ইএ/এএসএম