আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ কর্মসূচি শুরু মঙ্গলবার
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ২৫ নভেম্বর মঙ্গলবার থেকে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ ’ পালন শুরু হচ্ছে। বাংলাদেশে এ কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। রাজধানী ঢাকায় এই পক্ষ পালনে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। শেষ হবে ১০ ডিসেম্বর।
কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী,আলোচনা সভা,চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী। মঙ্গলবার সকাল ১০টায় আজিমপুর গার্হস্থ অর্থনীতি কলেজে এসব কর্মসূচির উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম। এছাড়া ২৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে, ৪ ডিসেম্বর ঢাকা কলেজে, ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এবং ১০ ডিসেম্বর হলিক্রস কলেজে একই ধরনের কর্মসূচি পালিত হবে।
১৯৯৯ সালে জাতিসংঘ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ হিসেবে ঘোষণা করে। তার পর থেকে বাংলাদেশেও এই পক্ষ পালিত হয়ে আসছে। -বাসস