বাল্যবিবাহ রোধে অবদানের জন্য সরকারি কর্মকর্তাদের সম্মাননা
বাল্যবিবাহ প্রতিরোধে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কানাডিয়ান হাইকমিশন বাংলাদেশের চারজন সরকারি কর্মকর্তাকে সম্মাননা প্রদান করেছে। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনসন্স। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে ঢাকায় কানাডিয়ান হাই কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. গউস, খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান এবং খুলনার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুককে এ সম্মাননা পদক দেয়া হয়।
অ্যাডভোকেট তারানা হালিম বাল্যবিবাহ রোধে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, সরকার বাল্য বিবাহ বন্ধে আইন করেছে। এখন আইন বাস্তবায়ন করা আমাদের সবার কর্তব্য। যারা সঠিকভাবে এই কর্তব্য পালন করেছেন তারাই সফল হয়েছেন। তিনি সব সরকারি কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সরকারি উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
একে/এমএস