ভিডিও EN
  1. Home/
  2. নারী ও শিশু

বঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষায় সকলকে পাশে দাঁড়াতে হবে : নাসিম

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪৬ এএম, ১১ জুলাই ২০১৫

বঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষার জন্য সকলকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সরকারের একার পক্ষ্যে সকল কাজ করা সম্ভব নয়। তাই বঞ্চিত নারী ও শিশুদের পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। এটা শুধু মন্ত্রণালয়ের একার কাজ নয়।

শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে।’

বঞ্চিত নারী ও শিশুদের সুরক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের দেশের নারী জনগোষ্ঠী এখনো বঞ্চিত। তাদেরকে শিক্ষা, সামজিক অবস্থান ও অর্থনৈতিক উন্নয়নের আওতায় আনতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রন ও নারী উন্নয়ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নারী ও শিশুদের উন্নয়নে সরকার সর্বদা নিবেদিত এবং বেশকিছু সাফল্য অর্জন করেছে। এই জন্য সবাইকে সঠিক ভাবে কাজ করতে হবে, তা না হলে আমরা কাঙ্খিত লক্ষে পৌঁছতে পারবো না।

তিনি বলেন, ভিজিএফ কার্ড এর মাধ্যমে সরকার খাবার, টিন প্রদানের মাধ্যমে বাসস্থান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধের মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছানো হয়েছে। বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হচ্ছে। এ সময়ে সমাজে নারী নির্যাতন রোধে ও জন্ম নিয়ন্ত্রণে মসজিদের ঈমামদের এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলন, যে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীদের মধ্যে জাতীয়ভাবে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন। একই সঙ্গে পরিবার পরিকল্পনা, জনসংখ্যা, মা ও শিশু স্বাস্থ্য এবং বাল্য বিয়ে, কিশোরির স্বাস্থ্য সেবা বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

আরএস/আরআই