ভিডিও EN
  1. Home/
  2. নারী ও শিশু

‘সমাজটা নারীবান্ধব হতে হতে থেমে গেছে’

সাইফুল হক মিঠু | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫

নাসরীন ফাতেমা আউয়াল। একজন সফল নারী উদ্যোক্তা। প্রায় দুই দশকে নিজ হাতে গড়েছেন একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেখানে হয়েছে শত শত শ্রমিকের কর্মসংস্থান। ২০০০ সালে নারী উদ্যোক্তাদের সমস্যার সমাধান, পণ্যের প্রসার, দক্ষতা বাড়ানোসহ নানান ইতিবাচক ভাবনা থেকে গড়ে তোলেন উইমেনস এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। এই সংগঠনের সদস্যের সংখ্যা প্রায় সাত হাজার।

একজন নারীর উদ্যোক্তা হওয়ার পেছনে বাধা, এগিয়ে যাওয়ার পাথেয়, সমাজ-সরকারের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাইফুল হক মিঠু

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগো নিউজ: বর্তমানে একজন নারী উদ্যোক্তা কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন?

নাসরীন ফাতেমা আউয়াল: প্রথমেই উদ্যোক্তাকে নিজের সামর্থ্য সম্পর্কে জানতে হবে। কোন সেক্টরে সে কাজ করবে এটা চিন্তা করতে হবে। কাজ করার ক্ষেত্রে তার যে বাধাগুলো আছে তার মধ্যে আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, সেটা ঠিক করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘সমাজটা নারীবান্ধব হতে হতে থেমে গেছে’

পুরুষদের মাইন্ডসেট নারীদের জন্য বড় চ্যালেঞ্জ। এখনো পুরুষদের মাইন্ডসেট পরিবর্তন হয়নি। সমাজটা নারীবান্ধব হতে হতে থেমে গেছে। সেটা হতে যাচ্ছিল। থেমে গেছে। এখন আবার দেখছি নারীদের ওপর অত্যাচার, নিপীড়ন বেড়ে গেছে। নারীবান্ধব একটা পরিবেশ দরকার।

বিজ্ঞাপন

ক্ষমতার পটপরিবর্তনের পর ভাবলাম নারীরা ঘুরে দাঁড়াবে। কিন্তু দুঃখের বিষয় এখন আমরা দেখছি নারীদের ওপর বৈষম্য বেড়ে গেছে, অত্যাচার হচ্ছে। নারীর ওপর অত্যাচার, নিপীড়ন বেড়ে গেলে তারা এগোতে পারবে না।

জাগো নিউজ: উত্তরণের দিশা কী?

নাসরীন ফাতেমা আউয়াল: আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ঠিক করতে হবে। নারীরা যে কাজ করবেন, উদ্যোগ নেবেন তার জন্য অর্থের সংস্থান করতে হবে। ব্যাংক লোনটা যেন তারা সঠিকভাবে পায় সেই ব্যবস্থা করতে হবে। নারীদের বিরুদ্ধে কেবল নেতিবাচক ধারণা পোষণ বন্ধ করলে তারা এগিয়ে যাবে।

জাগো নিউজ: নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ, সরকারি প্রণোদনা বা ট্রেড লাইসেন্স পাওয়া সহজ করতে কী করা যেতে পারে?

বিজ্ঞাপন

নাসরীন ফাতেমা আউয়াল: ওই যে বলেছি মানসিকতার পরিবর্তন আনতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা বা স্কিমের ব্যবস্থা আছে। কিন্তু সেগুলো যারা দিচ্ছেন না, এর সঙ্গে যারা জড়িত তাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। ব্যাংকে অনেকগুলো কাগজ দেওয়া হয় ঋণের জন্য। সেটা সহজ করতে হবে। তা না হলে নারীরা ঋণ নিতে সাহস পাবেন না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জিডিপিতে নারীদের আনতে হবে। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাদের বাদ দিয়ে তো দেশ চালানো যাবে না। এজন্য নারীবান্ধব পরিবেশ অবশ্যই নিশ্চিত করতে হবে।

‘সমাজটা নারীবান্ধব হতে হতে থেমে গেছে’

জাগো নিউজ: সম্প্রতি আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই দেখেছি। নারীদের কী ধরনের বৈষম্য সমাজে আছে? ২০২৫ সালে এসে নারীদের অবস্থান কোথায়?

বিজ্ঞাপন

নাসরীন ফাতেমা আউয়াল: বিংশ শতাব্দীতে নারীদের নতুন যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। নারীরা অনেক জায়গায় উঠে এসেছে। সিএনজি স্টেশন নারীরা চালায়। বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিও নারী চালায়। ফুল উৎপাদন, বিপণন, হস্তশিল্পসহ সব খাতে নারীরা আছে। কোভিড না এলে নারীরা আরও বেশি অগ্রসর হতো। কোভিড নারীদের অনেক পিছিয়ে দিয়েছে। নারীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। সেখানে নারীরা নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে।

ক্ষমতার পটপরিবর্তনের পর ভাবলাম নারীরা ঘুরে দাঁড়াবে। কিন্তু দুঃখের বিষয় এখন আমরা দেখছি নারীদের ওপর বৈষম্য বেড়ে গেছে, অত্যাচার হচ্ছে। নারীর ওপর অত্যাচার, নিপীড়ন বেড়ে গেলে তারা এগোতে পারবে না। তারা আবারও পিছিয়ে পড়বে। নারীরা পরিবার থেকে সহযোগিতা পায় না। পরিবার থেকে আর্থিক সহায়তা পায় না। জানাশোনা না থাকলে ব্যাংকও ঋণ দিতে চায় না।

নারীদের জন্য নারীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। একজন নারী দুপুরে বের হতে পারে না, বিকেলে কীভাবে বের হবে। প্রতিদিন শুনছি ঘরের দরজা তালা দিয়ে রাখো। সন্ধ্যার পর কেউ বাইরে যেও না।

আমার পরিচিত অনেক উদ্যোক্তা ব্যাংকে গেছেন ঋণ নিতে। কিন্তু অর্থ পাননি। ব্যাংক কর্মকর্তারা আশ্বস্ত হতে পারছেন না যে ঋণ নিয়ে নারী কাজ করতে পারবেন। এই জায়গায় মানসিকতার একটা বিষয় আছে। পুরুষের মানসিকতা যদি না বদলায় তাহলে বাংলাদেশের নারীদের উঠে আসা সম্ভব নয়।

বিজ্ঞাপন

‘সমাজটা নারীবান্ধব হতে হতে থেমে গেছে’

জাগো নিউজ: আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন…

নাসরীন ফাতেমা আউয়াল: যত কথাই বলেন এটার এখন এত অবনতি হয়েছে যে একজন নারীর কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। এটা অবশ্যই ভালো করতে হবে। কোভিডে নারীরা অনেক পিছিয়ে গেছে। সেখান থেকে উঠে ঘুরে দাঁড়ানোর পরিবর্তে আবার পিছিয়ে যাচ্ছে। এখানে সরকারের বিরাট দায়িত্ব আছে। নারীদের জন্য নারীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। একজন নারী দুপুরে বের হতে পারে না, বিকেলে কীভাবে বের হবে। প্রতিদিন শুনছি ঘরের দরজা তালা দিয়ে রাখো। সন্ধ্যার পর কেউ বাইরে যেও না। সরকারের অনেক দায়িত্ব। দ্রুত একটা নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

জাগো নিউজ: নতুন নারী উদ্যোক্তার প্রতি আপনার পরামর্শ কী?

নাসরীন ফাতেমা আউয়াল: অনেক শিক্ষিত নারী ব্যবসায় আসছেন। কারণ চাকরির বাজার খুবই খারাপ। ব্যবসা শুরুর আগে নারীকে ঠিক করতে হবে সে আসলে কী করতে চায়। যে খাতে ব্যবসা করবে, সেই খাতে সময় দিতে হবে। খুঁটিনাটি সব জানতে হবে। প্রথমেই যদি এটা একজন নারী করতে পারে তাহলে সে উঠে আসতে পারবে।

এসএম/এএসএ/জেআইএম

টাইমলাইন

  1. ০৯:৫৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ অর্থনৈতিক ক্ষমতায়নই নারীর আসল ক্ষমতায়ন
  2. ০৯:৫৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে জ্যাকুলিনের চমক
  3. ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ প্রতিটি বাধাই উদ্যোক্তার বিকাশের একটি সুযোগ
  4. ০৮:৪০ পিএম, ০৮ মার্চ ২০২৫ পরিবেশ নিয়ে খুশি নন খোদ শিল্পীসংঘের সভাপতি
  5. ০৮:৩৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ হাইকোর্টে ১০ নারী বিচারপতি, আপিল বিভাগে নেই কেউ
  6. ০৭:৫৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারীর ওপর কোনো হস্তক্ষেপই কাম্য নয়
  7. ০৭:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে জায়েদ খানের প্রত্যাশা
  8. ০৭:১১ পিএম, ০৮ মার্চ ২০২৫ ‘যদি নিজেকে নারী হিসেবেই ভাবতাম, এই পর্যায়ে আসতে পারতাম না’
  9. ০৬:৩৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে যে বার্তা দিলেন কঙ্গনা
  10. ০৫:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ অন্য উদ্যোক্তাদের নকল না করে নিজের সম্ভাবনা খুঁজতে হবে
  11. ০৫:১৪ পিএম, ০৮ মার্চ ২০২৫ দেশে দেশে প্রথা ভাঙা নারী তারকারা
  12. ০৪:৫৪ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে নারী কর্মীদের সম্মাননা
  13. ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ শুটিংয়ের দুই বিড়ম্বনা, জানালেন অপু বিশ্বাস
  14. ০৪:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ ‘সমাজটা নারীবান্ধব হতে হতে থেমে গেছে’
  15. ০৪:২২ পিএম, ০৮ মার্চ ২০২৫ মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান
  16. ০৩:৫৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ সমতার পথে নারীর অগ্রযাত্রা: বাধা নয়, সুযোগ চাই
  17. ০৩:১৭ পিএম, ০৮ মার্চ ২০২৫ সর্বোচ্চ সংখ‌্যক ডিসি ও সচিব এখন নারী
  18. ০৩:০৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ ছন্নছাড়া জীবন ছেড়ে ১৮ বেদে নারীর রূপান্তরের গল্প
  19. ০২:৫২ পিএম, ০৮ মার্চ ২০২৫ ৫০০০ নারী কর্মী যুক্ত হবে প্রাণ-আরএফএল গ্রুপের টেলি মার্কেটিংয়ে
  20. ০২:১৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী উদ্যোক্তা হওয়ার অনুকূল পরিবেশ অনুপস্থিত
  21. ০১:৫৭ পিএম, ০৮ মার্চ ২০২৫ জীবন সাজে-ফের চোখের জলে ভাসে
  22. ০১:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবস উৎসব নাকি প্রতিবাদ?
  23. ১২:৫২ পিএম, ০৮ মার্চ ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে ছিল নারীরা: ড. ইউনূস
  24. ১২:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারীদের পোশাক নিয়ে কারও বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না: রিজভী
  25. ১২:৪৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ মুখ বুজে নির্যাতন সহ্য করেন ৬৪ শতাংশ নারী
  26. ১২:৪০ পিএম, ০৮ মার্চ ২০২৫ ডিজিটাল দুনিয়ায় নারীর অবস্থান
  27. ১২:৩২ পিএম, ০৮ মার্চ ২০২৫ যশোরে প্রান্তিক নারীদের দিন বদলের গল্প
  28. ১২:২৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ মনে হয়নি এলাকার কোনো বড়ভাই আমার দিকে তাকাবেন: ন্যান্সি
  29. ১২:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী উদ্যোক্তাদের কল্যাণে নতুন দিগন্ত
  30. ১২:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ গুগল ডুডলে স্টেম শিক্ষায় নারীদের অবদান
  31. ১২:০৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা
  32. ১১:২৬ এএম, ০৮ মার্চ ২০২৫ নারীশিল্পীদের পারিশ্রমিক কম, একে আমি বৈষম্য হিসেবে দেখি না
  33. ১১:০৯ এএম, ০৮ মার্চ ২০২৫ রোজা রেখেও রক্ত দিয়েছেন নিগার
  34. ১০:৪৮ এএম, ০৮ মার্চ ২০২৫ বিভিন্ন দেশে যেভাবে পালিত হয় নারী দিবস
  35. ১০:৪৪ এএম, ০৮ মার্চ ২০২৫ নারী শ্রমিকদের বিদেশে যাওয়া কমছে, নেপথ্যে অত্যাচার-প্রতারণা
  36. ১০:৩৩ এএম, ০৮ মার্চ ২০২৫ তিনবার আত্মহত্যা করতে যাওয়া দোলা এখন সফল উদ্যোক্তা
  37. ১০:১৫ এএম, ০৮ মার্চ ২০২৫ ফেসভ্যালু নয়, আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত
  38. ১০:০৭ এএম, ০৮ মার্চ ২০২৫ বৈষম্যই নারীমুক্তির প্রধান অন্তরায়
  39. ১০:০৪ এএম, ০৮ মার্চ ২০২৫ সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার গল্প শোনালেন সাদিয়া
  40. ০৯:৫৯ এএম, ০৮ মার্চ ২০২৫ নারীরা শক্তি, সাহস আর সম্ভাবনার প্রতীক
  41. ০৯:২৭ এএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবস: শুধু একদিনের উদযাপন নাকি বছরের প্রতিদিন?
  42. ০৯:১৮ এএম, ০৮ মার্চ ২০২৫ শত শত প্রতিবন্ধীকে স্বাবলম্বী করে চলেছেন ৩৯ ইঞ্চির অদম্য হোসনা
  43. ০৯:১২ এএম, ০৮ মার্চ ২০২৫ কেন, কীভাবে শুরু নারী দিবসের?
  44. ০৯:০৩ এএম, ০৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস আজ
  45. ০৮:৩৯ এএম, ০৮ মার্চ ২০২৫ জুলাই আন্দোলনে শক্তি-প্রেরণা জুগিয়েছেন নারীরা
  46. ০৯:২৭ পিএম, ০৭ মার্চ ২০২৫ যুদ্ধবিধ্বস্ত দেশেও অদম্য বাংলার নারী
  47. ০৮:১২ পিএম, ০৭ মার্চ ২০২৫ নারীরা শুধু সুযোগের অপেক্ষায় থাকবে না, সুযোগ সৃষ্টি করবে
  48. ০৬:৪৬ পিএম, ০৭ মার্চ ২০২৫ শিক্ষায় এগিয়ে থেকেও চাকরিতে পিছিয়ে নারী

বিজ্ঞাপন