গাজার যুদ্ধের চিত্র তুলে ধরছেন ১১ বছর বয়সী সাংবাদিক
বুকে ‘প্রেস’লেখা বুলেটপ্রুফ জ্যাকেট, আর মাথায় প্রেসের হ্যাট। চার পাশে অনবরত বোমা হামলা আর লাশের মিছিল। কিন্তু মৃত্যু ভয় ছুতে পারেনি ১১ বছর বয়সী সুমাইয়া উশাহকে। বুম হাতে ছুটছেন মাঠে মাঠে তথ্য সংগ্রহ করতে। নির্ভয়ে বিশ্বের সামনে তুলে ধরেন ইসরায়েলি বাহিনীর নির্মমতার চিত্র।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন