EN
  1. Home/
  2. ভিডিও
  3. /আন্তর্জাতিক

ইসরাইলি সেনাপ্রধানের মৃত্যুর গুঞ্জন হিজবুল্লাহর ড্রোন হামলায়

১১:১৭ এএম, ১৬ অক্টোবর ২০২৪

লেবালনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইজরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালেভি নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন মহল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই দাবিটি ভেসে বেড়াচ্ছে। ইজরাইলি সেনা ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ষাট জন ইসরাইলি সেনা। সোমবার জেরুজালেম পোস্টসহ একাধিক ইজরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে হিজবুল্লাহর ড্রোন হামলায় আইডিএফ প্রধান হারজি হালেভির নিহত হওয়ার খবরটিকে গুজব আখ্যা দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ষাট জনের বেশি আহত হওয়ার ঘটনার পর হালেভি সম্পর্কে ভুয়া প্রতিবেদন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এই খবরের প্রতিক্রিয়ায় ইজরাইলি গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, হামলায় হালেভি নিহত হননি। এদিকে ইজরাইলি সংবাদ মাধ্যমের প্রচার করা ফুটেজে দেখা গেছে, আহতদের হেলিকপ্টারসহ জরুরি যানবাহনে সাহায্য করা হচ্ছে। আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেয়া হয়েছে- অন্যদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হিজবুল্লাহর হামলার পর ওই এলাকাটি পরিদর্শন করতে গিয়েছিলেন হালেভি। সেখানে তিনি সামরিক ও চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। সেনা কর্মকর্তা বেষ্টিত হালেভির একাধিক ভিডিও ও ছবিও প্রকাশ করেছে মাধ্যমগুলো। ইজরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতে তারা জাতিসংঘের ঘাঁটিতে ট্যাংকসহ প্রবেশ করতে বাধ্য হয়েছিলো। অন্যদিকে এএফপি’র হিসেবে তেইশ সেপ্টেম্বর থেকে শুরু করে লেবালনে ইসরাইলি হামলা নিহতের সংখ্যা এক হাজার তিনশত ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন